...

প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরিটি প্রথমে ছিল গভর্নর সচিবালয় লাইব্রেরি (Governor’s Secritariate Library) যা ১৭/৭/১৯৬৩ সালে যাত্রা শুরু করে। যা পরবর্তীতে রাষ্ট্রপতির সচিবালয় গ্রন্থাগার হিসাবে রুপান্তরিত হয়। এ গ্রন্থগারটি সব সময় রাষ্ট্র/সরকার প্রধানের গ্রন্থাগার হিসাবে কাজ চালিয়ে আসছে। ১৯৯১ সালে পার্লামেন্টারী সরকার ব্যবস্থা চালু হলে এই গ্রন্থাগারটির নাম হয় প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি। ১৯৯১ সালের আগে এ গ্রন্থাগারটির নাম ছিল রাষ্ট্রপতির সচিবালয় গ্রন্থাগার। ১৯৮৭ সালে রাষ্ট্রপতির সচিবালয় এ গ্রন্থাগারসহ পুরাতন সংসদভবন, তেজগাঁও, ঢাকায় স্থানান্তরিত হয়।গ্রন্থাগারটি বর্তমানে আধুনিক সুবিধা সম্বলিত ও শীততাপ নিয়ন্ত্রিত দ্বৈত কাঠামোর দ্বিতল ভবনে অবস্থিত।

প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি’র বিশেষত্ব

প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি, একটি বিশেষ শ্রেণীর লাইব্রেরি, মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের রেফারেন্স সেবা প্রদানের জন্য এই লাইব্রেরিটি প্রতিষ্ঠা লাভ করে। প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি শাখা মাননীয় প্রধানমন্ত্রীর দফতর, প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন), প্রধানমন্ত্রীর প্রেস অনুবিভাগ এবং এ কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের জন্য দৈনিক সংবাদপত্র, সাময়িকী, জার্ণাল ও বই-পুস্তক ক্রয় ও বিতরণ করে থাকে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ও ক্রয় খাতের পুস্তক সংক্রান্ত বিষয়গুলো সমন্বয় করে থাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি’র সংগ্রহ

প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি একটি সুসজ্জিত, ডকুমেন্ট সমৃদ্ধ ও আধুনিক লাইব্রেরি। এই লাইব্রেরিতে বর্তমানে প্রশাসন, আইন, ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি, পরিবেশ, অর্থনীতি, সাহিত্যসহ জ্ঞানের সকল শাখার প্রায় ৪৮,০০০ হাজারের বেশী প্রকাশনা রয়েছে। এখানে ২৬,০০০ হাজারের বেশী বই অন লাইন ম্যানেজমেন্ট সিস্টেমে অন্তর্ভূক্ত করা হয়েছে। এখানে ১০,০০০ হাজারেরও বেশী বিভিন্ন ধরনের ই-প্রকাশনাও রয়েছে। এই লাইব্রেরিতে আর্কাইভাল ডকুমেন্টেরও সংগ্রহ রয়েছে। এখানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন কমিশনের রিপোর্ট, পিএইচডি থিসিস, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সমূহ, সরকারী দলিল যেমন-ঢাকা গেজেট ১৯৪৮ সাল হতে বাংলাদেশ গেজেট শুরু হতে সংরক্ষিত আছে। বর্তমানে এই লাইব্রেরী ২১ শিরোনামের সংবাদপত্র দৈনিক ৩৫৮টি, ৭ শিরোনামের বাংলা ম্যাগাজিন, ৯ শিরোনামের ইংরেজি ম্যাগাজিন ও ১১ শিরোনামের দেশী ও বিদেশী জার্নাল সংগ্রহ করে থাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি ও ই-লাইব্রেরি সেবা আধুনিকায়ন ও উন্নতিকরনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি এখন United Nations স্বীকৃত আন্তর্জাতিক কনসোর্টিয়াম Research for Life এর ই-রিসোর্সসমূহ ব্যবহারের অনুমতি লাভ করেছে। এই কনসোর্টিয়ামের সদস্য হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি উক্ত কনসোর্টিয়ামের ১৬০টি বিখ্যাত পাবলিশিং হাউসের ই-বুক, জার্নাল, রিপোর্ট ও বিভিন্ন ই-থিসিসসমূহ বিনামূল্যে ব্যবহার করতে পারে।

এই লাইব্রেরিতে সম্প্রতি একটি বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে যা লাইব্রেরিটিকে আরও আকর্ষনীয় করে তুলেছে। বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু বিষয়ক বিভিন্ন বই-পুস্তক ও বঙ্গবন্ধুর বিভিন্ন আলোকচিত্র সংযোজিত হয়েছে।

বাংলাদেশের প্রথম অনলাইন প্রশাসানিক লাইব্রেরি

২০০৭ সালে লাইব্রেরিটিতে প্রথম অনলাইন পাবলিক একসেস ক্যাটালগ ও কাস্টমাইজ লাইব্রেরি ম্যানেজমেন্ট সফট্ওয়্যার ব্যবহার শুরু করে।প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি বাংলাদেশের প্রশাসানিক লাইব্রেরির গুলোর মধ্ যে প্রথম অন-লাইন পাবলিক একসেস ক্যাটালগ(OPEC) প্রবর্তন করে। ২০১৪ সালের ২১ শেফেব্রুয়ারি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরির স্বয়ংক্রিয় তথ্য সেবা অন-লাইন ম্যানেজমেন্ট সফটওয়্যার ’ই-লাইব্রেরি’সেবার উদ্বোধন করেন। ফলে এই কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারীরা নিজেদের ডেস্কে বসেই অন-লাইনে ক্যাটালগ সার্চ, ই-বুক, ই-জার্নাল, ই-ম্যাগাজিন পড়তে ও ডাউনলোড করতে পারেন।

লাইব্রেরি ব্যবহারকারী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্রন্থাগার একটি রেফারেন্স গ্রন্থাগার যা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে কোন আগ্রহী বাংলাদেশী নাগরিক কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন। অতি সম্প্রতি একটি সিদ্ধাšত হয়েছে যে গবেষকগণ তাদের গবেষণার জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন। বর্তমানে এই কার্যালয়ের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ৫০০ এবং এর সদস্য সংখ্যা ৯০০ জন। এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস ও সাধারণ মানুষ অনলাইনে এই গ্রন্থাগার ব্যবহার করে থাকেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ই-লাইব্রেরি

প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি তার ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় তথ্য সেবা নিশ্চিত করার জন্য অনলাইন ম্যানেজমেন্ট সফটওয়্যার ’ই-লাইব্রেরি’ সেবা চালু করেছে। ফলে এই কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারীরা নিজেদের ডেস্কে বসেই অনলাইনে ই-বুক, ই জার্নাল, ই-ম্যাগাজিন পড়তে ও ডাউনলোড করতে পারবেন। ই-লাইব্রেরিতে বর্তমানে ই-বুক, ই-জার্নাল, এবং প্রায় ১৮ হাজার শিরোনামের বইয়ের বিবলিওগ্রাফিক তথ্য রযেছে। এ সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। লাইব্রেরির বই ও জার্নালগুলো ইস্যু, রির্টার্ণ, এন্ট্রিসহ বই লেনদেনের সকল প্রক্রিয়া ই-লাইব্রেরি সফটওয়্যার ব্যবহার করে প্রয়োজনীয় বই ও জার্নাল পড়ার সুযোগ পাচ্ছেন। তাছাড়া, লাইব্রেরিতে বিদ্যমান সকল বই, জার্নাল ও ম্যাগাজিন এর লেখক, শিরোনাম, বিষয়, কল নাম্বার, কী-ওয়ার্ড, প্রকাশক ও প্রকাশকাল, আই এস বি এন অনুযায়ী এ্যাডভান্স সার্চসহ আলফা-নিউমেরিক ওয়ার্ড, বিষয় ও আর্টিক্যালস অনুসারে বিশদভাবে সার্চ করতে পারবেন।