প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি একটি সুসজ্জিত, ডকুমেন্ট সমৃদ্ধ ও আধুনিক লাইব্রেরি। এই লাইব্রেরিতে বর্তমানে প্রশাসন, আইন, ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি, পরিবেশ, অর্থনীতি, সাহিত্যসহ জ্ঞানের সকল শাখার প্রায় ৫২৭০২ কপি প্রকাশনা রয়েছে।
সাময়িকী
প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরিতে ৫০৫০ কপি বিভিন্ন ধরণের দেশী ও বিদেশী সাময়িকী সংরক্ষিত আছে। বর্তমানে এই লাইব্রেরী ২১ শিরোনামের সংবাদপত্র দৈনিক ৩৫৮টি, ৭ শিরোনামের বাংলা সাময়িকী, ৯ শিরোনামের ইংরেজি সাময়িকী সংগ্রহ করে থাকে।
জার্নাল ও ই-জার্নাল
প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি শাখা মাননীয় প্রধানমন্ত্রীর দফতর, প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন), প্রধানমন্ত্রীর প্রেস অনুবিভাগ এবং এ কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের জন্য জার্নাল ও ই-জার্নাল ক্রয় ও বিতরণ করে থাকে। প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি১১ শিরোনামের দেশী ও বিদেশী জার্নাল সংগ্রহ করে থাকে।
ডকুমেন্ট
প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরিতে আর্কাইভাল ডকুমেন্টেরও সংগ্রহ রয়েছে। এখানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন কমিশনের রিপোর্ট, পিএইচডি থিসিস, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সমূহ, সরকারী দলিল যেমন-ঢাকা গেজেট ১৯৪৮ সাল হতে এবং বাংলাদেশ গেজেট শুরু হতে সংরক্ষিত আছে।